বেঙ্গল নেক্সট্: ফাগুন হাওয়ায় যেন নাচন লাগল কনীনিকার শিল্পীদের মনে। শান্তিনিকেতন লাগোয়া প্রান্তিকের সায়রবীথি পার্কে সম্প্রতি কনীনিকা নৃত্যমন্দিরের অনুষ্ঠান ‘শেষ বসন্ত’র আয়োজন ছিল চোখে পড়ার মতো । পোড় খাওয়া নৃত্যশিল্পীদের পাশাপাশি অনুষ্ঠানে অংশ নিয়েছিলো কিশলয় নৃত্যবিভাগের কচিকাঁচারাও। কোভিড বিধি মেনে মুখে মাষ্ক পড়েই শোভাযাত্রায় অংশ নিতে দেখা গেল তাদের।
শোভাযাত্রার পর মঞ্চে পরিবেশিত হোল একের পর এক চোখধাঁধানো নৃত্যানুষ্ঠান। রবিঠাকুরের গানের তালে তালে নাচের মাধ্যমে নিজেদের মেলে ধরলেন শিল্পীরা। মুখরিত হোল সায়রবীথির পরিবেশ।