বেঙ্গল নেক্সট্: কার্নিস বেয়ে পালানোর আগেই ধরা পড়ে গেলেন করোনা রোগী। কলকাতা মেডিক্যাল কলেজের ঘটনায় চাঞ্চল্য। খবর পেয়ে এলাকায় আসে দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতর। পিপিই কিট পরে চারতলার কার্নিস থেকে তাঁকে উদ্ধার করেন ওই দফতরের লোকজন।
কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের একটা বড় অংশে ভর্তি করা হচ্ছে করোনা রোগীদের। আজ, মঙ্গলবার ভোরে চারতলার কার্নিসে করোনা সংক্রমিত এক রোগীকে বসে পা দোলাতে দেখেন হাসপাতালের এক কর্মী। খবর দেওয়া হয় দমকলে। ডেকে পাঠানো হয় বিপর্যয় মোকাবিলা দফতরের লোকজনকেও। বড় মই লাগিয়ে পিপিই কিট পরে ওই ব্যক্তিকে কার্নিস থেকে নামিয়ে ওয়ার্ডে ফেরত পাঠানো হয়। হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের মতে, ওয়ার্ড থেকে পালাতে চেয়েছিলেন ওই করোনা রোগী। সেজন্য প্রথমে চেষ্টাও করেন তিনি। পরে যখন দেখেন, চারতলা থেকে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলে হাত-পা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তখনই রণে ভঙ্গ দেন তিনি। বসে বসে পা দোলাতে থাকেন। ওই করোনা রোগী ঘণ্টা দেড়েক কার্নিসে বসে পা দোলাচ্ছিলেন বলে দাবি স্বাস্থ্যকর্মীদের। তবে ওই রোগী নিরাপত্তার ফাঁক গলে কীভাবে ওয়ার্ড থেকে বেরলেন, তা জানা যায়নি। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষও কিছু বলেন নি। তবে তিনি যদি চারতলার ওই কার্নিস থেকে ঝাঁপ দিতেন, তাহলে কী হতে ভেবেই চিন্তিত ওই রোগীর পরিবার।