বেঙ্গল নেক্সট্: হোলির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে। রং খেলে দামোদর ব্যারেজে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হোল চার কিশোরের। আরও ৪ জনকে অসুস্থ অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাঠালে ভর্তি করা হয়েছে। মৃত এক কিশোরের নাম অভিরাজ, ১৩ বছরের এই কিশোর দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত করঙ্গপাড়া এলাকার বাসিন্দা। বেসরকারী ইংরাজীমাধ্যামে অষ্ঠম শ্রেনীর ছাত্র অভিরাজ। বাকি মৃত তিন কিশোরের পরিচয় জানতে পেরেছে পুলিশ। তারা হোল শিবম,প্রিয়ানশু ও কৃতিক। তাদের বাড়িও দুর্গাপুরে।
হোলির দিন সোমবার সকালে করঙ্গপাড়া থেকে সাত কিশোর দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন দামোদর নদে স্নান করতে যায় । ৩ জনের আরো একটি দল আসে ঐ ঘাটে স্নান করতে। ঐ ৩ জনকে ডুবে যেতে দেখে অভিরাজ বাঁচাতে গেলে সেও ডুবে যায়। চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করে বড়জোড়া থানার পুলিশ। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।