বেঙ্গল নেক্সট্: নজিরবিহীন ঘটনা বঙ্গ রাজনীতির ভোটচিত্রে । তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রচারের ওপর ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি নির্বাচন কমিশনের। কমিশনের এই নির্দেশের জেরে সোমবার রাত ৮ টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত প্রচার করতে পারবেন না তিনি। পাল্টা সংঘাতে নেমে মঙ্গলবার কলকাতার গাঁন্ধী মূর্তি র পাদদেশে ধর্ণা শুরু করেছেন মুখ্যমন্ত্রী।
শনিবার রাজ্যে পঞ্চম দফার ভোটের আগেই কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। সম্প্রতি তারকেশ্বরের সভা থেকে সংখ্যালঘু ভোট ভাগ না হওয়ার আবেদন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করে বিজেপি।
রাজ্যে প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই মন্তব্যের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টিপ্পনী করেছিলেন।
এরপর মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনী বিধি ভঙ্গের নোটিশ পাঠায় নির্বাচন কমিশন । তৃণমূল নেত্রী পাল্টা হুঙ্কার দিয়ে বলেন, নোটিস পাঠিয়ে তাঁকে দমানো যাবে না।
কেন্দ্রীয় বাহিনী নিয়েও বিতর্কিত মন্তব্য করেন মমতা। ফের তাঁকে বিধি ভঙ্গের অভিযোগে আরেকটি নোটিস পাঠায় নির্বাচন কমিশন। তিনি বলেছিলেন, কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে একদল ভোট দিন, আরেক দল ঘিরে রাখুন।
যদিও নির্বাচন কমিশনের জোড়া নোটিসের জবাব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তিনি আইন কিংবা বিধি ভঙ্গকারী কোনও মন্তব্য করেননি। কিন্তু, কমিশন তার এই জবাবে সন্তুষ্ট না হয়ে ১২ এপ্রিল তাঁকে প্রচারে নিষেধাজ্ঞা র চিঠি দেয় নির্বাচন কমিশন।
মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক আখ্যা দিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মঙ্গলবার বেলা ১২টায় কলকাতায় গাঁধী মূর্তির নীচে ধর্নায় বসেছেন।
যদিও মঙ্গলবার রাত আটটার পর দুই জায়গায় প্রচার করবেন তৃণমূল নেত্রী । তবে নিষেধাজ্ঞার জেরে তাঁর নদিয়া সফর বাতিল হয়ে যায় ।