বেঙ্গল নেক্সট্: চুরি যাওয়ার ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার সোনার গহনা। কুলটি থানার পুলিশের তৎপড়তায় উদ্ধার খোয়া যাওয়া সামগ্রী ।
আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর বিষ্ণু বিহার কলোনিতে গতরাতে পরপর তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঘটনায় আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। ইসিএলের প্রাক্তন আধিকারিক অজিত কুমার সিনহার বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে বাড়ির দরজা ভাঙা হয়। এরপর তছনছ করা হয় ঘর। তবে বাড়িতে কেউ না থাকার কারণে ঠিক কি চুরি হয়েছে তা জানা যায়নি। অন্যদিকে তার পিছনেই স্কুল শিক্ষক দীপক কান্তি মণ্ডলের বাড়ি। তার বাড়ির জানালার গ্রিল ভেঙে চোরের দল ভেতরে ঢোকে এবং আলমারি ভাঙে। দুটি মোবাইল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস খোয়া যায় । অন্যদিকে প্রায় দেড় বছর ধরে কলকাতায় থাকছিলেন বিষ্ণু বিহারের বাসিন্দা অনিমেষ বিশ্বাস। তার বাড়িটিও ফাঁকা পড়েছিল। বাড়ির গ্রিল ভেঙে চোরের দল ভেতরে ঢোকে।
যদিও বাড়িতে তেমন কিছু ছিল না। পরপর এই চুরির ঘটনায় নড়েচড়ে বসে কুলটি থানার পুলিশ। থানার আইসি অসীম মজুমদারের নেতৃত্বে টীম তৈরি করে শুরু হয় তদন্ত । এরপর স্থানীয় দুস্কতীদের খোঁজ নিয়ে মেলে ব্রেক থ্রু। উদ্ধার হয় চুরি যাওয়া সোনার গহনা। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।