বেঙ্গল নেক্সট্ : বিজেপিকে শেষ করতে গুপ্তচর ঢোকানো হয়েছে। এবং এটা করা হয়েছে সচেতনভাবেই। ইলেকশন স্পেশালিস্ট প্রশান্ত কিশোরই নাকি এটা করিয়েছেন। অন্তত প্রবীণ বাম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের দাবি এমনই। যার জেরে প্রথম দফার বিধানসভা নির্বাচনের আগে সরগরম রাজ্য-রাজনীতি।
সোমবার সিপিএম নেতা রায়দিঘি র সংযুক্ত মোর্চার প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায় তাঁর ফেসবুক পেজে লেখেন, প্রশান্ত কিশোরের গেম প্ল্যানে বিজেপি কুপোকাত। গত কয়েক মাস ধরে সম্পূর্ণ পরিকল্পনা করে অনেক তৃণমূল নেতাকে বিজেপিতে গুপ্তচর হিসেবে ঢোকানো হয়েছে। এর মধ্যে প্রায় ৯০ ভাগ বিজেপির টিকিটও পেয়ে গিয়েছে। এরা যদি জিতে আসে তাহলে ঝাঁকের কই হিসেবে মাননীয়া দিদির হাত ধরবে। হায় রে মাথা মোটা, মাথায় গোবর পোরা বিজেপির নেতারা প্রশান্ত কিশোরের এই গেম প্ল্যানটা আপনারা ধরতে পারলেন না?????? নাকি সেটাও সেটিং?
কান্তির এই বিস্ফোরক দাবিতে সরগরম গোটা রাজ্য। কান্তির দাবি নিছকই ভোটের হাওয়া গরম করতে নাকি, সত্যি সত্যিই পিকের গেমপ্ল্যান ফাঁস, তা নিয়ে শুরু হয়েছে জোর চৰ্চা।
গত কয়েক বছরে তৃণমূল ভেঙে বিজেপিতে যোগ দিয়েছেন প্রচুর নেতা। এঁদের অনেকেই টিকিট পেয়েছেন। বিজেপির দাবি, সব দিক বিবেচনা করেই টিকিট দেওয়া হয়েছে।
গুপ্তচর ঢোকানোর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, যাঁরা বিজেপিতে গিয়েছেন, তাঁরা গিয়েছেন ক্ষমতার লোভে। রাজ্যে ফের মমতার সরকার হবে। তখন এরা শাসক দলে ফিরতে চাইলে নেওয়া হবে না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব।