বেঙ্গল নেক্সট্:আসানসোল: পানীয় জলের সঙ্কটের জন্য জনস্বাস্থ্য কারিগরী দফতরের আধিকারিকদের দায়ী করে এক ইঞ্জিনিয়ারকে গলায় খালি বোতলের মালা পড়িয়ে, রোদে বসিয়ে প্রতিবাদ। রাণিগঞ্জ ব্লক অফিস চত্বরে ঘটা এই ঘটনায় রাণিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল নেতা বিনোদ নুনিয়া র ভূমিকা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে।
মঙ্গলবার রানিগঞ্জের বিডিও অফিস চত্বরে পানীয়জলের সুষ্ঠুভাবে সরবরাহের দাবীতে বিক্ষোভ দেখান পঞ্চায়েত সমিতির সভাপতি ও গ্রাম পঞ্চায়েতের প্রধানরা।
পঞ্চায়েত এলাকায় পানীয়জলের সঙ্কটের জন্য জনস্বাস্থ্য কারিগরী দফতরের ইঞ্জিনিয়ারদের গাফিলতি ও সরাসরি তাদের ঘাড়ে দোষ চাপিয়ে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া ও ছয় প্রধান। এদিনের বিক্ষোভে সামিল হয়েছিলেন রানিগঞ্জের ছয়টি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সভাপতি নিজে।রানিগঞ্জের পঞ্চায়েত সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের নেতা বিনোদ নুনিয়া এক ইঞ্জিনিয়ার সোমনাথ রায়ের গলায় খালি জলের বোতলের মালা পড়িয়ে দেন। হাতে খালি বালতি ধরিয়ে বসিয়ে রেখে দেওয়া হয় তাকে। গ্রাম পঞ্চায়েতের প্রধানদের সঙ্গে এদিনের বিক্ষোভে থাকা পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি, পঞ্চায়েত এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের সমস্ত রকমের পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেছেন গ্রামবাসীদের জন্য। শুধুমাত্র পানীয় জলের সঙ্কট দূর হচ্ছে না রানিগঞ্জের গ্রাম গুলিতে। আর এরজন্য জনস্বাস্থ্য দফতরের গাফিলতি রয়েছে । এই দায় তাদেরই নিতে হবে।
যদিও জুনিয়র ইঞ্জিনিয়ার সোমনাথ রায়ের দাবি, এই এলাকায় পানীয় জলের সঙ্কট দূর করতে হলে নতুনভাবে জল প্রকল্প করতে হবে। প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করতে হবে। নতুন পাইপ লাইন বসানোর কাজ করতে হবে। অর্থ বরাদ্দ করা হলেও টেন্ডার করতে হবে। তবেই নতুন কাজ করতে পারবো আমরা। কিন্তু এক্ষেত্রে তেমন কিছুই করা হচ্ছে না, তার দাবি, আমাদের উপর যে দায় চাপানো হচ্ছে তা সঠিক নয়।
এই বিক্ষোভের মধ্যে পিএইচইর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ পঞ্চায়েত সমিতির সভাপতি ও প্রধানদের নিয়ে বৈঠকে বসেন বিডিও।
সেই বৈঠকে শেষে তিনি বলেন, গরম পড়তেই এই ব্লকের ছয়টি গ্রাম পঞ্চায়েতে জল সঙ্কট দেখা দিয়েছে। এই এলাকায় জল সরবরাহের একমাত্র ভরসা পিএইচই। প্রতিদিন ৮০ মেগা গ্যালন জলের দরকার হয়। কিন্তু পাওয়া যায় ২০ থেকে ২৫ গ্যালন। সেই কারণে রেশনিং করে জল দিতে হয়। এদিন আলোচনা করে ঠিক হয়েছে, যে সব জায়গায় পাইপলাইন বসানোর কথা তা দ্রুত করা হবে।