বেঙ্গল নেক্সট্: রাজ্যে হু হু করে করোণা সংক্রমণ বাড়তে থাকায় বিধায়ক পদে শপথ নেওয়ার জন্য অপেক্ষা না করে বিধানসভা এলাকার মানুষের স্বার্থে পুরোদস্তুর কোভিড কেয়ার সেন্টার তৈরিতে উদ্যোগ নিলেন বীরভূমের লাভপুরের নবনির্বাচিত তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ সিংহ (রাণা)। লিভার ফাউন্ডেশনের কর্ণধার বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধূরী র পরামর্শ নিয়ে লাভপুরের চৌহাট্টায় আইটিআই কলেজে কোভিড কেয়ার সেন্টার তৈরির সিদ্ধান্ত নিলেন তিনি। চিকিৎসক অভিজিৎ চৌধূরী ও ব্লক প্রশাসনের আধিকারিকদের নিয়ে আইটিআই কলেজ পরিদর্শন করেন অভিজিৎ । দ্রুত কাজ শুরু করে কোভিড কেয়ারের উপযুক্ত পরিকাঠামো তৈরি করা হবে আইটিআই কলেজে। যাতে লাভপুর এলাকার কোভিড আক্রান্তদের চিকিৎসার জন্য বোলপুর বা সিউড়ি যেতে না হয়। প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অক্সিজেন সরবরাহে যাতে কোন ঘাটতি না হয় সেটাও নিশ্চিত করা হয়।
এর আগে লাভপুরের মানুষের পাশে সবরকমভাবে দাঁড়ানো র অঙ্গীকার করেছিলেন রাণা, ভোটযুদ্ধে জিতে সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালনে ব্রতী অভিজিৎ সিংহ।