শুভময় পাত্র:বেঙ্গল নেক্সট্: দক্ষিণী সিনেমার আদলে কয়লা চোরাচালান করতে গিয়ে পুলিশের জালে চোরাচালানকারী। কয়লা চোরাচালানকারী কে আটক করে বীরভূমের সদাইপুর থানার পুলিশ। দক্ষিণ ভারতের নায়ক আল্লু অর্জুন অভিনীত সুপারহিট সিনেমা ‘পুষ্পা দি রাইজ’ এ লাল চন্দন চোরাকারবারির আদলে বীরভূমে কয়লা চোরাচালান করতে গিয়ে শেষরক্ষা হোল না। যে কায়দায় লাল চন্দন চোরাকারবারীর পদ্ধতি দেখানো হয়েছে, ঠিক সেইকমভাবেই বীরভূমে বেআইনিভাবে কয়লা পাচার করতে গিয়ে শেখ হাসনাত আলি নামে এক ট্রাক্টর চালককে গ্রেপ্তার করে বীরভূমের সদাইপুর থানার পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের সদাইপুর থানার ওসি মিকাইল মিঁয়া অভিযান চালিয়ে চালকসহ একটি ইটবোঝাই ট্রাক্টর আটক করে। এটি একটি ইট বোঝাই ট্রাক্টর মনে হলেও তার ভিতরে প্রায় ৪ টন কয়লা পাচার হচ্ছিল বলে জানা যায়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা। ট্রাক্টর এর চালক শেখ হাসনাত আলিকে গ্রেপ্তার করে পুলিশ।
বীরভূমের দুবরাজপুর সংলগ্ন বিভিন্ন জায়গা থেকে প্রায় প্রতিদিনই পুলিশের চোখে ধুলো দিয়ে চলে অবৈধ কয়লার চোরাকারবার। পুলিশ সূত্রে জানা যায় উপরে ইট সাজানো এই কয়লা বোঝাই ট্রাক্টরটি দুবরাজপুর থানার বোধগ্রাম থেকে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বীরভূমের সদর শহর সিউড়ির দিকে যাচ্ছিল।