বেঙ্গল নেক্সট্:করোণা বিধ্বস্ত দিল্লির পাশে দাঁড়াল বাংলা। আজ, শনিবার এ রাজ্য থেকে অরবিন্দ কেজরিওয়ালের রাজ্যে গেল অক্সিজেন। করোনা পরিস্থিতির মোকাবিলায় দিল্লির সঙ্কট কাটাতে এই অক্সিজেন পাঠাল দুর্গাপুরের স্টিল অথরিটি অফ ইন্ডিয়া(সংক্ষেপে সেইল)। সহযোগিতায় রেল।
মারণ ভাইরাস করোনার আগ্রাসনে বেসামাল গোটা দেশ। হুহু করে বাড়ছে সংক্রমণ। কোথাও অক্সিজেন নেই, তো কোথাও অপ্রতুল টিকা। যার জেরে সংক্রমণের পাশাপাশি করোনায় মৃত্যুর হারও ঊর্ধ্বগামী। পরিস্থিতির মোকাবিলায় ভারতের পাশে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। কেউ সরবরাহ করছে অক্সিজেন, তো কেউ দিচ্ছে পিপিই কিট।
গোটা দেশে সংক্রমণ বাড়লেও, রাজধানী দিল্লির অবস্থা ভয়াবহ। সেখানে অক্সিজেনের অভাবে বহু মানুষের মৃত্যু হয়েছে । সেই কারণেই কেজরিওয়ালের রাজ্যকে তরল অক্সিজেন পাঠাল সেইল। দুর্গাপুরের সগরভাঙায় সেইলের জোনাল সেন্টার থেকে এদিনই কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে ৬টি অক্সিজেন এক্সপ্রেস কন্টেনার রওনা হয়। রেলের রেকের সাহায্যে শনিবার মেডিক্যাল অক্সিজেন বোঝাই ওই কন্টেনারগুলি রওনা দেয় দিল্লির উদ্দেশে।
সেইল সূত্রে খবর, প্রতিটি কন্টেনারে ২০ টন তরল অক্সিজেন রয়েছে। অর্থাত দিল্লির অক্সিজেন সঙ্কটে করোনা সংক্রমিতদের চিকিতসার জন্য মোট ১২০ টন তরল অক্সিজেন নিয়ে রওনা দিল ওই এক্সপ্রেস। কন্টেনারগুলির যাত্রার সময় উপস্থিত ছিলেন সেইল ও রেল সহ কন্টেনার কর্পোরেশনের প্রতিনিধিরা।
শুক্রবারই দেশের শীর্ষ আদালত করোনা পরিস্থিতির মোকাবিলায় দিল্লিকে প্রয়োজনীয় অক্সিজেন ও অন্যান্য উপকরণ সরবরাহের নির্দেশ দিয়েছে কেন্দ্রকে। এ ব্যাপারে সেইল সিদ্ধান্ত নিয়েছিল আগেই। সেই মতো এদিন পাঠানো হল প্রাণদায়ী অক্সিজেন। রেলপথে গ্রিন করিডোরের মাধ্যমে দ্রুত এই অক্সিজেন এক্সপ্রেস দিল্লী পৌঁছাবে।