বেঙ্গল নেক্সট্: সোমবার রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভার সদস্যদের শপথগ্রহণ । শপথ নিতে পারেন ৪৩ জন মন্ত্রী । যারমধ্যে ২৪ জন পূর্ণ মন্ত্রী, ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও ৯ জন প্রতি মন্ত্রী । পূর্ব বর্ধমানের দুই বিধায়ক স্বপন দেবনাথ ও সিদ্দিকুল্লা চৌধূরীর পূর্ণ মন্ত্রী হিসেবে উত্তরণ ঘটতে চলেছে। প্রাক্তন পুলিশ কর্তা হুমায়ুন কবীর ও ক্রিকেটার মনোজ তিওয়ারি জিতেই মন্ত্রী হতে চলেছেন এবার। এছাড়া সুব্রত মুখোপাধ্যায়, সাধন পান্ডে, অরুপ বিশ্বাস, ববি হাকিম, মলয় ঘটকেরা আবার পূর্ণ মন্ত্রী হতে চলেছেন। পূর্ব মেদিনীপুরে কট্টর শুভেন্দু বিরোধী তৃণমূল বিধায়ক অখিল গিরি কে পুরস্কৃত করতে চলেছেন মমতা।
মন্ত্রীসভার সম্ভাব্য তালিকা: